ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিতঃ শপথ বাক্য পাঠ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় আনন্দঘন পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও  মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড় স্মৃতিস্তম্ভে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।


পরে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যরিস্টার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক  এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, পরে জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও অ্যাডভোকেট সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গসংগঠন,  এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ ও ফকরউদ্দিন আহম্মদ বাচ্চু, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত সবাই স্বাধীনতা যুদ্ধে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সকাল সাড়ে আটটায় রফিক উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনভর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। কুচকাওয়াজের সালাম গ্রহণ শেষে শারিরীক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। দুপুরে টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে জেলা প্রশাসন। এ উপলক্ষে সার্কিট হাউজ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগীতায় জেলা প্রশাসন একাদশ ও সিটি করপোরেশন একাদশ অংশ নেয়।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘটনের উদ্যোগে দিনভর নানা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  বিকাল ৪ টায় রফিক উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে  প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,  বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যরিস্টার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক  এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ   রাজনৈতিক, সরকারী কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীগণ  সর্বস্তরের মানুষ। 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার