সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে সেমি ফাইনালে বাংলাদেশ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে  সেমি ফাইনালে  বাংলাদেশ। শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বের তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। সমান ম্যাচ থেকে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে নেপাল আছে তৃতীয় স্থানে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ড্র করলেই ফাইনাল নিশ্চিত। অন্যদিকে নেপালের বিপক্ষে জিততে হবে ভারতকে।

অবশ্য শ্রীলঙ্কা তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। তিন ম্যাচে তারা গোল হজম করেছে ১৬টি! প্রথম ম্যাচে লঙ্কার মেয়েরা ভুটানের কাছে হার মানে ৫-০ গোলে। পরের ম্যাচে ভারতও তাদের একই ব্যবধান হারায়। আর তৃতীয় ম্যাচে নেপালের মেয়েরা তাদের উড়িয়ে দেয় ৬-০ গোলে। বাংলাদেশ যে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে জয় পাবে সেটা অনুমেয়।

অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভারত। এই ম্যাচে নেপাল জয় পেলে ভারতকে পেছনে ফেলে ফাইনালে চলে যাবে।

শুক্রবার ভারতের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলা বাংলাদেশ ম্যাচের ৬ মিনিটের মাথায় পেনাল্টি পায়। বক্সের মধ্যে তহুরা খাতুনকে ফাইল করেন ভারতের রক্ষণভাগের খেলোয়াড় ক্রিতিনা দেবী। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে শামসুন্নাহার সিনিয়র গোল করে এগিয়ে নেন দলকে। তার নেওয়া স্পট কিক বরাবর ঝাঁপিয়ে পড়েও বল রুখতে পারেননি ভারতের গোলরক্ষক আনশিকা।

শামসুন্নাহারের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। বিরতির পরও এই লিড ধরে রাখে তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মারিয়া-শামসুন্নাহাররা।

শেষ ম্যাচে রোববার সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এদিন বিকেলে নেপালের মুখোমুখি হবে ভারত।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার