ময়মনসিংহে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশঃ ৫ জুয়াড়ি গ্রেফতার

ময়মনসিংহে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশঃ ৫ জুয়াড়ি গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, কোতোয়ালী থানার বোরোরচরস্থ রাঘবপুর জৈনক কাদির এর বাঁশের ঝারের ভেতর শুক্রবার দিনগত রাতে বিশেষ অভিযান চালিয়ে  ৫ জুয়াড়িকে গ্রেফতার এবং জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দিল কোতোয়ালী মডেল থানা পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃতরা  জুয়াড়িরা হচ্ছেন, কোতোয়ালীর চর রাঘবপুর গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে তোফায়েল (৩০), মনির উদ্দিনের ছেলে শহিদুল (৪৮) ফুলপুর থানার রামভদ্রপুর কান্দাপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার মোঃ জাহিরুল (২৭) মকবুল হোসেন ছেলে আমির হোসেন (২৪) মৃত আক্কাস আলী ছেলে আলাল উদ্দিন(৪৮) । অভিযানে নেতৃত্বে দেন এসআই নিরুপম ও সঙ্গীয় ফোর্স।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের এই অংশ হিসেবে জুয়াড়িদের গ্রেফতার করা হয়েছে।