বিএমটিভি ডটকম নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা নং ০৬, তারিখ ৬/২/১৫ এর ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) যথাসময়ে চার্জশিট নম্বর ১৪৬/১৫ আদালত কর্তৃক গৃহিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।