স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের এই অংশ হিসেবে বিভিন্ন অপরাধের দায়ে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) শুভ্র সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর আকুয়া মৌজাস্থ নওমহল সরকার বাড়ী মোড়স্থ মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের সামনে পাকা রাস্তা হতে আসামী ইসমাইল হোসেন (২২), পিতা- মোঃ নুরুল ইসলাম মুন্সি, সাং- নওমহল সরকার বাড়ী, বাসা নং-৭/ডি/৭, আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার চর নিলক্ষীয়া ল্যাংড়া বাজার হতে আসামী শফিকুল ইসলাম (৪৭), পিতামৃত- আজিম উদ্দিন, সাং-চর নিলক্ষীয়া উজানপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) মোর্শেদ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভূক্ত আসামী আমিন মিয়া (৩০), পিতামৃত-খেচু মিয়া, সাং-দুলদুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।