
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ অপহরনের ৩ মাস পর অপহৃত মাদ্রাসা ছাত্রী মোছাঃ সানজিদাকে উদ্ধার করেছে ময়মনসিংহ পিবিআই। গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলাকান্দা গ্রামের আসামী ফরহাদ মিয়ার বাড়ী হতে উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, উদ্ধারকৃত ভিকটিম মোছাঃ সানজিদা (১৪) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মৈশাদিয়া গ্রামের ইউনুছ আলী কন্যা। সে স্থানীয় বায়তুল উলুম মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। গত ১২ সেপ্টেম্বর’২১ সকাল ১০টার দিকে ভিকটিম সানজিদা পরীক্ষা দিতে নিজ বাড়ী হতে মাদ্রাসায় যায়। পরবর্তীতে দুপুর ২টার মধ্যে বাড়ী ফিরে না যাওয়ায় ভিকটিমের মা-বাবা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারে যে, ভিকটিম সানজিদা মাদ্রাসায় পরীক্ষা দিতে যায়নি। পরবর্তীতে ভিকটিমের মা লাইলী বেগম মুক্তাগাছা থানায় জিডি নং-৮৭৮, তাং-১৮/০৯/২১ খ্রিঃ এন্ট্রি করে। ভিকটিমের মায়ের ধারনা হয় ভিকটিমের বড় ভগ্নিপতি ফরহাদ মিয়া ঘটনার তারিখ পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মোছাঃ সানজিদাকে মুক্তাগাছা থানার মৈশাদিয়ার কালাচানের বান্দের পাকা পুলের উপর হতে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে অপহরন করে নিয়ে গেছে। আসামী ফরহাদ তার সহযোগিদের সহায়তায় ভিকটিম মোছাঃ সানজিদাকে বেআইনীভাবে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে নীতিবহির্ভূত কোন কাজে বাধ্য করেছে অথবা ভিকটিমকে খুন করে লাশ গুম করে ফেলতে পারে। উক্ত ঘটনায় ভিকটিমের মা লাইলী বেগম বাদী হয়ে বিবাদী ফরহাদ ও তার মা বাবার বিরুদ্ধে মুক্তাগাছা থানার পিটিশন মামলা নং-১৮৯/২০২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ বিজ্ঞ আদালতে দায়ের করেন।
ময়মনসিংহ মুক্তাগাছা, কলাকান্দা গ্রামের আসামী ফরহাদ মিয়া (২৮) ভিকটিমের বড়বোনের স্বামী। গত ২৭ অক্টোবর ২০১৫ তাদের বিবাহ হয় এবং তাদের দাম্পত্য জীবনে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পরবর্তীতে ভিকটিমের বড়বোনকে যৌতুকের জন্য আসামী ফরহাদ মিয়া তাড়িয়ে দিলে ভিকটিমের বড়বোন তাদের বাড়ীতে অবস্থান করতে থাকে।
পিবিআই এর ডিআইজি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএমএর দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার, গৌতম কুমার বিশ^াস এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করেন।
পুলিশ সুপার, গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের অবস্থান সনাক্ত পূর্বক গত ১৮/১২/২০২১ রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কলাকান্দা গ্রামের আসামী ফরহাদ মিয়ার হেফাজত হতে অপহৃত ভিকটিম মাদ্রাসাছাত্রী মোছাঃ সানজিদাকে উদ্ধার করেন ।
এ বিষয়ে ময়মনসিংহ জেলার পিবিআই এর এসপি গৌতম কুমার বিশ^াস বলেন, এটি একটি চাঞ্চল্যকর মাদ্রাসাছাত্রী অপহরণের ঘটনা। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই ময়মনসিংহকে প্রদান করা হলে ভিকটিম সানজিদা (১৪)কে উদ্ধারে কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মুক্তাগাছা থানার কলাকান্দা হতে বিবাদী ফরহাদ মিয়ার হেফাজত হতে অপহৃত ভিকটিম মাদ্রাসাছাত্রী সানজিদাকে উদ্ধার করা হয়। জানা যায়, বিবাদী ফরহাদ মিয়া বেশিরভাগ সময়ই তার শ্বশুরবাড়ীতে অবস্থান করতো। সেই সুবাদে ভিকটিম সানজিদার উপর তার দুলাভাইয়ের কু-নজর পড়ে। এরই এক পর্যায়ে গত ১২/০৯/২০২১ ভিকটিম সানজিদা মাদ্রাসায় যাওয়ার পথে আসামী ফরহাদ মিয়া ভিকটিমকে ফুসলিয়ে ও ভয় দেখিয়ে জোরপূর্বক সিএনজিতে করে ময়মনসিংহ নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে ঢাকার উত্তরার একটি বাসায় নিয়ে আটকে রাখে এবং ভয়ভীতি দেখিয়ে শারীরিক সর্ম্পক স্থাপন করে। ভিকটিম সানজিদা সেখান থেকে চলে আসতে চাইলে আসামী ফরহাদ মিয়া তাকে সহ তার বড়বোনকে হত্যার হুমকী দেয়। এর ফলে ভিকটিম বাধ্য হয়ে আসামী ফরহাদ মিয়ার সাথে উত্তরা, ঢাকায় একত্রে বসবাস করতে থাকে। গত ১৭ডিসেম্বর’২০২১ আসামী ফরহাদ মিয়া ভিকটিম সানজিদাকে ঢাকা থেকে মুক্তাগাছা থানার কলাকান্দা তার নিজ বাড়ীতে নিয়ে আসে।
আজ ১৯ ডিসেম্বর ২০২১ উদ্ধারকৃত সানজিদা (১৪)কে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করলে সে স্বেচ্ছায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।