ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষাথী শিব্বির দিনাজপুর থেকে উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২দিন আগে নিখোঁজ হওয়া ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিব্বির আহমেদ (২১)কে অবশেষে রোববার (১৯ ডিসেম্বর) রাতে দিনাজপুর শহরের একটি ছাত্রাবাস থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। শিব্বির জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুকের ছেলে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টাকা চেয়ে না পেয়েই ছেলেটি বাবা-মার সঙ্গে অভিমান করে উধাও হয়। নিখোঁজের পর থেকেই খোঁজাখুঁজি শুরু করি। পরে শিব্বিরের ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তার সন্ধান পাই। তাকে কোতোয়ালি থানায় আনা হচ্ছে। আসার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল শিব্বির আত্মহত্যা করতে পারেন না। আল্লাহর মেহেরবানিতে তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বাবার কাছে কিছুদিন আগে শিব্বির কিছু টাকা চেয়েছিল। মূলত সেই টাকা না পেয়েই সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। তা ছাড়া অন্য কিছু না।’
শিব্বিত ময়মনসিংহ নগরীর মীরবাড়ি কলেজ রোড এলাকায় একটি ছাত্রবাসে থাকতেন। গত শুক্রবার সকালে মায়ের কাছে ফোন দিয়ে বাড়ি যাওয়ার কথা জানান। তবে তিনি ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলোতে তিনি লিখেছেন, ‘আব্বু-আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।
গত শুক্রবার সকাল ৭টায় বাড়িতে মোবাইল ফোনে তিনি জানান, ‘ময়মনসিংহ থেকে ট্রেনে বাড়ি ফিরছেন।’ কিন্তু এরপর স্ট্যাটাস দেখে পরিবারের লোকজন তার ফোনে কল দেওয়ার চেষ্টা করলে বন্ধ পায়। পরে মেস ও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার