
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২৩টি চোরাই মোবাইল ফোন, ৩টি ঘড়ি, ১টি ওয়ার কাটার, ১টি প্লায়াস, ১টি ষ্টার ড্রাইভার, ১টি ট্রাভেল ব্যাগ, ১টি শপিং ব্যাগসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহের জেলা গোয়েন্দা ডিবির ওসি পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনের অংশ হিসেবে এসআই(নিঃ) অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২০ ডিসেম্বর/২১ রাতে কোতোয়ালী থানার আটআনী পুকুরপাড় থেকে চোরাই ২৩টি মোবাইল সেট, ৩টি ঘড়ি, ১টি ওয়ার কাটার, ১টি প্লায়াস, ১টি ষ্টার ড্রাইভার, ১টি ট্রাভেল ব্যাগ, ১টি শপিং ব্যাগসহ আন্তঃ জেলা চোরচক্রের সদস্য লিটু পাঠান (৪৫), পিতা-মৃত আলাউদ্দিন পাঠান, পাটগুদাম আটানী পুকুরপাড়, আলামিন ওরফে ঘটন (৩৫), পিতা-মৃত সফর আলী, সাং-পাটগুদাম বিহারী ক্যাম্প, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গঠন কওে বিভিন্ন এলাকায় নানা কৌশলে মোবাইল চুরি করে আসছিল। চক্রটি তাদের সিন্ডিকেটের সদস্যদের বেশ কয়েকজনের নাম ঠিকানা প্রকাশ করেছে। যাচাই বাছাইশেষে তাদেরকে আইনের আওতায় আনতে চেষ্ঠা করা হবে।