গফরগাঁওয়ের কমিশনার মশিউর রহমান কিরনের ইন্তেকাল

গফরগাঁওয়ের কমিশনার মশিউর রহমান কিরনের ইন্তেকাল

bmtv new No Comments

গফরগাঁও (ময়মনসিয়হ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও পৌরসভার ৫নং ওর্য়াডের কমিশনার মোঃ মশিউর রহমান কিরণ সোমবার রাত ৮টা ২৫মিঃ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মরহুমের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বৎসর। তিনি স্ত্রী, ২ছেলে অসংখ্য আত্বীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন । প্রথম জানাষা মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গফরগাঁও পৌরসভা চত্বরে ও দ্বিতীয় জানাষা মরহুমের বাড়ি শিলাসী গ্রামের বাদ জোহর নামাজের জানাষার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে । তার ইন্তেকালে ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি,উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) ,গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ও গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক দৈনিক ইনকিলাব গফরগাঁও উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আতিকুল্লাহসহ গফরগাঁও ব্যবসায়ী সমিতি শোক প্রকাশ করেছেন ।