ময়মনসিংহ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আজ সোমবার বিকেলে সাব রেজিস্ট্রি  অফিসের স্বচ্ছতা  ও জবাবদিহিতা  নিয়ে জেলা  রেজিস্ট্রার এর আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত  হয়। জেলা রেজিস্ট্রার  মোঃ মোহছেন মিয়ার সভাপতিত্বে রেজিষ্ট্রেশন  বিভাগের  আইন বিষয়াদি  নিয়ে বক্তব্য রাখেন  সদর -রেজিস্ট্রার দেলোয়ার হোসেন খন্দকার  ফুলবাড়িয়ার সাব-রেজিস্ট্রার খন্দকার  মেহেবুবুল ইসলাম গৌরীপুরের সাব -রেজিস্টার হেলেনা পারভীন   গণশুনানীতে অংশগ্রহণ করেন  মানবাধিকার কর্মী এডভোকেট শিব্বির আহমেদ  লিটন ব্লাস্ট এর কো -অর্ডিনেটর এডভোকেট আবুল  কাশেম মুছা, জেলা কাজী সমিতির  সভাপতি  অধ্যাপক এনায়েতুর রহমান সু শাসন এর জন্য নাগরিক  (সুজন) সাধারন সম্পাদক কবি আলী ইউসুফ মানবজমিন  এর ফটো সাংবাদিক  ফকরুল আকন্দ দলিল লেখক মোঃ শাহজাহান টি আই বির হাবিবুর রহমান । বক্তারা ভবিষ্যতে উন্মুক্ত  স্থানে সাধারণ জনগনের অংশগ্রহণের মাধ্যমে গণশুনানী করার আহবান জানান। ময়মনসিংহ  বিভাগীয়  শহরে  রেজিস্ট্রি অফিসের লোকবল কম থাকায়  তারা সেবা দিতে রীতিমত  হিমশিম খাচ্ছেন। এই জন্য আরেকটি  সাব -রেজিস্টি অফিস  স্থাপন করার জন্য সুধিবৃন্দ কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এছাড়া সাব -রেজিস্ট্রি অফিসের গঠন মুলক আলোচনা করেন। গনশুনানী অনুষ্ঠানের উদ্যেগ গ্রহন করার জন্য জেলা রেজিস্ট্রারকে ধন্যবাদ জানানো  হয়।