You must need to login..!
Description
মতিউল আলম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে অমরাবতী নাট্য সমাজ আয়োজিত ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘কোর্ট মার্শাল” নাটকের মঞ্চস্থের মধ্য দিয়ে সমাপ্ত হলো। স্বাধীনতা ও বিজয়ের সুর্বণ জয়ন্তী এবং মুজিব শতর্বষ উদযাপন উপলক্ষে অমরাবতী নাট্য সমাজরে আয়োজনে অমরাবতী মুক্ত মঞ্চে ৩ দনিব্যাপী সাংস্কৃতকি উৎসবরে সমাপনী দিনে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও নৃত্য ও সঙ্গীত পরবিশেন করেন ময়মনসিংহ উদীচী জেলা সংসদ ও আলোকনাহা সঙ্গীত বিদ্যালয়। নাটকটি র্দশক শ্রোতাদরে মুগ্ধ করছে।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী সঙ্গীতের পর আলোচনা সভা শুরু হয়। আলোচনা শেষে সমবেত নৃত্য ও নাটক “কোর্ট মার্শাল” পরিবেশন করে অনসাম্বল থিয়েটার। রচনায় এস এম সোলায়মান ও নির্শেনায় আবুল মুনসুর। আলোচনায় সভায় বক্তব্য রাখেন আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, জেলা যুবলীগের আহবায়ক এড আজহারুল ইসলাম, অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহ প্রমুখ। অমরাবতী নাট্য সমাজ এর সভাপতি এড, এ এইচ এম খালেকুজ্জমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড, আতাউর রহমান মুকুল। অনুষ্ঠান সঞ্চারনায় ছিলেন সাংবাদিক মীর গোলাম মোস্তফা ও রবিন। ##