ভোট কারচুপির অভিযোগে সড়ক অবরোধ নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকরা

image

You must need to login..!

Description

উবায়দুল হক,বিএমটিভি নিউজঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেছেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক সরকারের সমর্থকরা।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর এলাকায় তারা সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধরা সেখানে মানববন্ধন করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এসে শহীদুল সরকারের কর্মী-সমর্থকদের শান্ত করে সড়কের এক পাশে সরিয়ে দেন। তখন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানববন্ধনে বেশি লোক জড়ো হওয়ায় যান চলাচলে বাধাগ্রস্ত হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।

মানববন্ধনে পরাজিত প্রার্থী শহীদুল হক সরকার অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর ডৌহাখলা ইউনিয়ন নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম মোটা অংকের টাকার বিনিময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা হাসান মারুফকে প্রভাবিত করেছেন।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম একটা ফেয়ার ইলেকশন হোক। কিন্তু কাইয়ুম ৩০ লাখ টাকা দিয়েছে ইউএনওকে। ডৌহাখলা ইউনিয়নের ৯টি কেন্দ্র দখল করে তারা ভোট দিয়েছে। তিনটি কেন্দ্র থেকে নৌকা প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে সিল মেরেছে সমানে। পরিকল্পিতভাবে নৌকাকে হারানো হয়েছে। আমরা ভোট বাতিল করে পুনরায় ভোট নেওয়ার দাবি জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বেসরকারি ফলাফলে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার বিষয়টি সত্য নয়। ভুল বোঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তাতকুড়া ও রওজ বিদ্যানিকেতন কেন্দ্রের ভোট গণনা শেষে দ্রুত ফলাফল এনেছিলাম। সেখানে ওরা প্যাঁচ লাগাতে চায়।