সন্তানের গলায় ছুরি ধরে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

সন্তানের গলায় ছুরি ধরে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. জুবায়েদ হোসেন আকাশ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধর্ষণের মামলায় তাকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে মো. জুবায়েদ হোসেন আকাশকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী গৃহকর্মী হিসেবে শহরের বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ জন্য সিএনজিচালক স্বামীকে নিয়ে শহরে একটি ভাড়া বাসায় থাকতেন।

এরই মাঝে গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে বাসার মালিকের ছেলে জুবায়েদ ওই নারীর ঘরের দরজায় এসে ধাক্কা দেন। পরে জুবায়েদ তার পরিচয় দিলে দরজা খুলে দেন তিনি। এসময় পাঁচজনের একটি দল ঘরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা স্বামীকে অস্ত্রের ভয় দেখালে তিনি দৌড়ে পালিয়ে যান।
এই সুযোগে জুবায়েদ ওই নারীকে টেনেহিঁচড়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে বাধা দিলে ওই নারীর শিশু সন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে ওই নারী মঙ্গলবার রাতে জুবায়েদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইতিহাস ও ঐতিহ্যের  সব খবর  জানতে  bmtv.news   চ্যানেলের সাথেই থাকুন। এক্সক্লুসিভ  ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই  bmtv news  ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।