ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে করোনা সন্দেহে ২ রোগীর মৃত্যু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনা সন্দেহে ২ রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে শুক্রবার ৩১ডিসেম্বর সকাল ৮টার মধ্যে গত ২৪ ঘণ্টায়  করোনা সন্দেহে ২ রোগীর মৃত্যুবরণ করেন।  তারা হলেন- ময়মনসিংহ ত্রিশাল উপজেলার নির্মল চন্দ্র পাল(৫৬), নেত্রকোনার পূর্বধলার মহিম উদ্দন (৬৫) ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ৬ জন মমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৪০জন রোগী ভর্তি রয়েছেন।