December 31, 2021
747
No Comments

You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনা সন্দেহে ২ রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে শুক্রবার ৩১ডিসেম্বর সকাল ৮টার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ২ রোগীর মৃত্যুবরণ করেন। তারা হলেন- ময়মনসিংহ ত্রিশাল উপজেলার নির্মল চন্দ্র পাল(৫৬), নেত্রকোনার পূর্বধলার মহিম উদ্দন (৬৫) ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ৬ জন মমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৪০জন রোগী ভর্তি রয়েছেন।