You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে কোতোয়ালীর আকুয়া মোড়লবাড়ী মাদ্রাসাস্থ মোড়লবাড়ী গোরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ৫৩ (তেপ্পান্ন) পিস নেশা জাতীয় Buprenorphine Injection যার প্রতিটি গায়ে ইংরেজীতে Buprenorphine Injection I.P. 2ml লেখা সহ বিভিন্ন লেখা বিদ্যমান এবং ০১ পিসে কোন লেবেল নাই, যাহার মোট ওজন ১০৬ মিঃ লিঃ, যার মূল্য অনুমান ১০,৬০০/-(দশ হাজার ছয়শত)টাকা সহ নিষিদ্ধ মাদকদ্রব্য নেশা জাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে মাদক ব্যবসায়ী সোহেল (৪০), আকুয়া মোড়লবাড়ী (হাবুন ব্যাপারীর মোড়), আরিফ আহমেদ লিটন (৪৬), সাং-৪৬নং চরপাড়া, এপি/সাং-মাসকান্দা, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। মামলাটি এসআই(নিঃ)খোরশেদ আলম তদন্ত করছেন।
এএসআই(নিঃ) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে চরকালীবাড়ী গোদারাঘাট হতে সিআর গ্রেফতারী পরোয়ানামূলে আসামী দ্বিপালী, -শাহীদারবাড়ী, কালীবাড়ী, গোদারাঘাট পোঃ-ময়মনসিংহ-২২০০, থানা- কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) আরিফুল ইসলাম এবং নিরুপম নাগ দ্বয় তাদের নিজ নিজ পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে কাজল(৩৮), সাং-আকুয়া বোর্ড ঘর সংলগ্ন, ষাট বাড়ী কলোনী (মনি-মুক্তার বাড়ীর সাথে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং শান্ত (২২), সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, কমিউনিটি পুলিশিং অফিসের পিছনে, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।