You must need to login..!
Description
বিএমটিভি নিউজঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী,মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান ২০২১পালিত হয়েছে । চট্টগ্রাম মহানগরের থিয়েটার ইনষ্টিটিউট চট্গ্রাম হলে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ, মহান বিজয় দিবস ও বর্ষপূর্তী-২০২১ ইং উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। বছরের শেষ দিনে শুক্রবার (৩১ ডিসেম্বর) বীর শহীদদের স্মরণের মাধ্যমে এই অনুষ্ঠানের যাত্রা শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ- চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
প্রধান বক্ততা হিসেবে উপস্থিত ছিলেন :ইসমাইল হোসেন রকি, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ।
স্বাগত বক্তব্য দেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদক মিলন আচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে এম জহিরুল আলম দোভাষ বলেন, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ বাঙালীর এক ও অভিন্ন অংশ। স্বাধীনতার সময় সাংস্কৃতিক কর্মীদের অনেক অবদান আছে। স্বাধীন বাংলা বেতারের মাধ্যমে তারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছিল। এখন স্বাধীনতার সেই গান গ্রাম বাংলার মানুষের কাছে অনুপ্রেরণা জুগিয়ে চলছে। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ বাংলার স্বাধীনতাকে বিশ্বময় করে তুলবে এই আমার বিশ্বাস। সংস্কৃতি মানুষকে উন্নত করে তোলে। আগামী প্রজন্মকে সঠিক পথ দেখাতে সাংস্কৃতিক কর্মীদের অনন্য ভুমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, নাছির আহাম্মদ খান, সহ-সাধারণ সম্পাদক, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, চট্টগ্রাম মহানগর ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, উপস্থিত ছিলেন, এস এম আবুল হোসেন, পরিচালক, বাংলাদেশ বেতার আগ্রাবাদ, চট্টগ্রাম , প্রফেসর এ ওয়াই এম জাফর- সচিব, শাহেন শাহে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(রহঃ) ট্রাস্ট ও সাবেক সভাপতি মাইজভান্ডারী মরমী গোষ্ঠী, জুয়েল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান- আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি, তরুন কুমার সাহা (ভারত) সদস্য- ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটি, মামুনুর রহিম সুমন- উপদেষ্টা- ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, মো. হারুন অর রশিদ, সভাপতি- ময়মনসিংহ জেলা কমিটি, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটি, এ্যাড. সমর কান্তি সরকার, কিশোরগঞ্জ, জেলা কমিটি, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, মো. শাহিনুর আলম সানি, সদস্য, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটি, অর্পণা সেনগুপ্ত, সদস্য, ময়মনসিংহ জেলা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটি, সুধীর বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টপ্রাম মহানগর ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটি, মো. জয়নাল আবেদীণ, যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটি, মো. ইকবাল হোসেন জনি, সামজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রুহুল আমিন পরাগ, সদস্য, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটি প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মহানগর কমিটির অথ সম্পাদক সমর কুমার দে,সাস্কৃতিক সম্পাদক সুকুমার দে, ফয়সল হক মাইজভান্ডারী, গীতা আচার্য্য, বিশ্বজিৎ সরকার, শিল্পী মানিক নন্দী, শিল্পী কাকলী দাশ গুপ্ত, শিল্পী শীলা ইসলাম, শিল্পী নিগার মামুন, শিল্পী ও প্রকৌশলী শীলা, শিল্পী শ্রী সুজন আচার্য্য, শিল্পী লাকি আচার্য্য, শিল্পী শ্রবন্তি ও সন্জয় দাশ সহ আরো অনেকেই।
আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও গান পরিবেশন করেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কমিটির শিল্পীরা ।