অসহায়ের স্বপ্ন বাস্তবায়নের সিড়ি “ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ

image

You must need to login..!

Description

পাবনা থেকে এ কে খান ঃ  সৃষ্টি, নদী করতোয়ার নওদাপাড়া হতে শাখারিয়া, বনমালিপাড়া, বালা কৈগাড়ী , ঠেঙ্গামারা , মহিষবাথান , দুরাদহ বাঘোপাড়া পর্যন্ত নদীর কোলঘেষে টিএমএসএস এর মমইন, বিনোদন পার্ক, নার্সারি, পেপার মিল, হাসপাতাল, কলেজ, সবুজ বনায়ন সহ ফাউন্ডেশন অফিস জড়িয়ে আছে ।
উত্তরবঙ্গের প্রাচীন জনপদ যেমন গৌড়, পান্ডুবর্ধন , মহাস্হান , বগুড়া পর্যায়ক্রমে আজকের ইতিহাসে স্থান পেয়েছে , তেমনই একজন মানবতাবাদী সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য নিবেদিত প্রান একজন ড: হোসনে আরা বেগমের সৃষ্টি স্বপ্ন “ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)” এই ঐতিহাসিক নদীর তীরেই প্রতিষ্ঠিত হয়েছে ।
যা আগামী শতাব্দী হতে শতাব্দীর সময়ে ইতিহাসের নতুন সৃষ্টি লিপিতে ড: হোসনে আরা বেগম এবং টিএমএসএস স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে ।
অনেক অবহেলিত , ভাগ্য বঞ্চিত জনপদ সাধারণ মানুষের অধিকার অর্জন নিয়ে সদা চিন্তিত , আধুনিক সমাজ গঠনের একজন কাড়িগড় , অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক শিল্প বিপ্লব ঘটিয়ে কর্মহীন দের কর্মসংস্থান করছেন ।
বেসরকারি উদ্দ্যোগে আধুনিক বৃহত্তর চিকিৎসা স্থাপনা, কলেজ ,ইউনিভার্সিটি নির্মাণ , বিপণন প্রাতিষ্টানিক জগতে আইকন, কৃষি ও কৃষকের উৎপাদিত পণ্য বিপণন, সংরক্ষণ, বীজ, সার, কীটনাশকের আধুনিক বিষ মুক্ত ফসল উৎপাদনের উদ্ভাবনী, ভূমিহীন শ্রেণী মানুষের মাঝে টিএমএসএস জমি পত্তনী ব্যবস্থায় অর্থনৈতিক সুষম বণ্টনের ধারক টিএমএসএস ।
অবহেলিত গ্রাম কাঠামোর উন্নয়ন রুপকার , আধুনিক সমাজ কাঠামোর বিনির্মাণ সহ প্রভূত সৃষ্টির বিশ্ব বরেণ্য স্বীকৃতির মানপত্র আজকের টিএমএসএস এবং একজন ড : হোসনে আরা বেগম । (সংগৃহীত)

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার