You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে দেশের ঐতিহ্যবাহী, সুপ্রাচীন ও সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে এ সংগঠন যাত্রা শুরু করে। পরে অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেন এর সংগঠকরা।
ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন নাঈমুদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সংগঠন প্রতিষ্ঠায় পথিকৃতের ভূমিকা রাখেন।
ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটি বার বার বিভক্ত হয়েছে। তবে সাধারণভাবে আওয়ামী লীগের সহযোগী ছাত্রলীগই এর প্রধান ও সংগঠিত ধারা হিসেবে বিবেচিত।
সাম্প্রতিক বছরগুলোয় ছাত্রলীগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাসসহ বিভিন্ন কারণে বার বার আলোচিত-সমালোচিত হয়েছে। ছাত্র রাজনীতির ঐতিহ্য ও আন্দোলন-সংগ্রামের সুস্থ ধারায় সংগঠনকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আড়াই বছর আগে দায়িত্ব নিয়েছিলেন ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব। কিন্তু পর্যবেক্ষকদের মতে, সেই প্রত্যাশা এখনও অপূরিতই রয়ে গেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশজুড়ে শুরু হওয়া দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান এই ছাত্রলীগকে দিয়েই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে দেড় বছর আগে। এ অবস্থায় সভাপতি-সাধারণ সম্পাদকনির্ভর ছাত্রলীগে প্রকৃতপক্ষে অচলাবস্থা বিরাজ করছে।
কর্মসূচি :ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বহুধারায় বিভক্ত সংগঠনের সব ক’টি অংশ আজ পৃথক কর্মসূচি পালন করবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি দলের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ,
ছাত্রলীগ (জাসদ) ও বাংলাদেশ জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগও (বিসিএল) কর্মসূচি পালন করবে।