বগুড়ায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ পদ্ধতিতে কলা চাষের উপর মাঠ দিবস

image

You must need to login..!

Description

পাবনা থেকে উত্তরাঞ্চল প্রতিনিধি এ কে খান  ঃ   উত্তর জনপদ বগুড়ার শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের এস ই পি প্রকল্পের আওতায় গতকাল শিবগঞ্জ উপজেলায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ পদ্ধতিতে উপকারভোগি চাষিদের উৎপাদিত নতুন জাতের কলা (জি-৯) উৎপাদনেের উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ কৃষক মাঠ দিবসে এলাকার মাঠ পর্যায়ের কলা উৎপাদিত কৃষক, এলাকার অন্যান্য কৃষক, কৃষি পণ্য উৎপাদিত কৃষক,গন্যমান্য ব্যক্তি, সাধারন ভোক্তা, কলার পায়কার, আড়ৎদার এবং ট্রেডার্সদের সমন্বয়ে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

এস ই পি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল কুদ্দুসেের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মোজাহিদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন মোঃ মনিরুল ইসলাম। উক্ত প্রকল্পের মাধ্যমে একদিকে নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন কলা উৎপাদিত হচ্ছে  অন্য দিকে কলার পরিত্যক্ত গাছ হতে ফাইবার তৈরী করা হয়। কলা গাছ হতে উৎপাদিত ফাইবার দ্বারা এলাকার মহিলারা টেবিল,কলমদানি ও পাপোষসহ অন্যান্য পণ্য তৈরি করছে। এ প্রকল্পের মাধ্যমে একদিকে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে অন্য দিকে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কলার ফাইবার এর উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও    বিদেশেও রফতানি করা হচ্ছে।  এ কাজে সার্বিক সহযোগিতা করছে টিএমএসএস হ্যান্ডিক্র্যাফ্ট ও ক্লাসিক্যাল বিডি লিঃ। এ মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য চাষী ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার