January 6, 2022
100
No Comments

You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা ১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান এসআই(নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী মডেল থানাধীন ঘাগড়া সাকিনস্থ এলাকা হতে চুরি মামলার আসামী জহিরুল ইসলাম (৩১), পিতা-শহিদুল ইসলাম, সাং-ঘাগড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে ৪ জানুয়ারি রাত অনুমান পৌণে ১১টার সময় আসামীর বসতবাড়ী হতে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে বাদীর অফিসের ড্রয়ার হতে চুরি যাওয়া নগদ ২৪,০০০/-টাকার মধ্যে ২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।