ময়মনসিংহ কোতোয়ালীর পুলিশের অভিযানে গ্রেফতার ০৬

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে এসআই (নিঃ)মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চর নিলক্ষীয়া শায়খ সিরাজ রোডে সাথিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে পাঁকা রাস্তার উপর হতে পরস্পর যোগসাজসে মারপিট করতঃ চাকু ধরিয়া ছিনতাই ও সহায়তা করার অপরাধে আসামী শহিদুল ইসলাম (৪০),, সাং-গোয়ালাকান্দা শ্যামগঞ্জ বাজার, থানা-পূর্বধলা-নেত্রকোনা, এপি/সাং-চর কালীবাড়ী মধ্যপাড়া (কামালের বাসার ভাড়াটিয়া), রহিম (৩৮), সাং-চর কালীবাড়ী, টুলবক্স এর ডান পাশে, মনির (৩০), সাং-চর কালীবাড়ী মধ্যপাড়া, জসিম (৩৮), , সাং-চর কালীবাড়ী মধ্যপাড়া (জুটমিলের দক্ষিন পাশে), সর্ব থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহগনদেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে ০১টি হোল্ডিং করা চাকু, ছিনতাই যাওয়া ৫০০/-টাকা, ছিনতাই যাওয়া SYMPHONY বাটন মোবাইল সেট, ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সবুজ রংয়ের সিএনজি, যাহার রেজিঃ নং-ময়মনসিংহ-থ- ১১-৩৮৮৮ উদ্ধার করা হয়।

এএসআই(নিঃ)মোর্শেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চর গোবিন্দপুর এলাকা হতে জিআর পরোয়ানাভূক্ত আসামী কামরুল(২৪), , সাং-চর গোবিন্দপুর, থানা-কোতোয়ালী ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এএসআই(নিঃ)মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার দক্ষিন চরকালীবাড়ী এলাকা হতে সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ রুহুল আমিন, পিতা-মোঃ হোসেন মুন্সী, সাকিন-দক্ষিন চরকালিবাড়ী, পোঃ লাল কুঠি দরবার শরীফ, থানা-কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ০৮জন আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।