ময়মনসিংহে ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার,কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার,কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ৯ জানুয়ারি রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্স মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই সাথে বাংলাদেশের বিভাগীয় ৮ টি শহরে ৮ টি ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট এর ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করা হয়েছে।