পাবনায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পাঠাগারের শিক্ষার্থীেদর মাঝে পোশাক বিতরণ

পাবনায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পাঠাগারের শিক্ষার্থীেদর মাঝে পোশাক বিতরণ

bmtv new No Comments

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান ।। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মাড়মিতে মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম পাঠাগারের পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে পোশাক-আশাক বিতরণ করা হয়েছে। পোশাক বিতরণ করেন ঈশ্বরদীর নারী উন্নয়ন কেন্দ্র।
নারী উন্নয়ন কেন্দ্রের উদ্যোক্তা-পরিচালক নাসরিন আক্তার শেলী গতকাল সকালে এ পোশাক বিতরণ করেন। পোশাক বিতরণ অনুষ্ঠানে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান মনি, পাঠাগারের সহ-সভাপতি হুমায়ন কবির খান পলাশ, সদস্য জামিল হোসেন, মোহব্বত হোসেন খান, মাহবুবুর রহমান তোফা, ইউপি সদস্য রফিকুল ইসলাম মাঝি প্রমুখ উপস্থিত ছিলেন। পাঠাগারের শিক্ষার্থী সদস্যদের পাশে থাকার জন্য নারী উন্নয়ন কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানান পাঠাগার কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে।
এ সময় এলাকার শতাধিক কৃষক, গন্যমান্য ব্যক্তি বর্গ, পাঠক শিক্ষার্থী, এলাকাবাসী ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।