উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খানঃ দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএস এর উদ্যোগে গতকাল দিনাজপুর চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্থ গরীব,দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
টিএমএসএসের দিনাজপুর ডোমেইন প্রধান কুমার মনিশংকর হাওলাদারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস‘র দিনাজপুরের সহকারী ডোমেইন প্রধান মোঃ আব্দুল মোতালেব, দিনাজপুর জোন প্রধান মোঃ কামাল উদ্দিন,আমবাড়ী অঞ্চল প্রধান মোঃ সোহরাব হোসেন,চিরিরবন্দর শাখা প্রধান মোঃ বুলবুল আহমেদ, টিএমএসএস চিরিরবন্দর ইসলামী শাখা প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এছাড়া গত বৃহস্পতিবার ঠাকুরগাঁর রানীশংকৈল উপজেলার রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ মাঠে গরীব দুস্থ্যদের মাঝে টিএমএসএস‘র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রানীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহরিয়ার আজম মুন্না।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার কয়েক শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতের কাপড় কম্বল বিতরণ করা হয়।
এ সময় এলাকার কয়েক শতাধিক মানুষ, গন্যমান্য ব্যাক্তি বর্গ, স্থানীয় এনজিও কর্মী, রাজনৈতিক নেতা, কৃষক, শ্রমিক, টিএমএসএসের কর্মকর্তা ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।