স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা, ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, জানান, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫ জানুয়ারী রাতে ময়মনসিংহ কোতোয়ালীর পাটগুদাম এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম (৪০), মোছাঃ মাজেদা বেগম (৩০), স্বামী-আঃ মান্নান উভয় সাং-চর ইসলামবাগ পাটগুদাম, (হাজী কাশেম আলী কলেজের পিছনে), থানা-কোতোয়ালী, ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালীর এলাকায় মাদক উদ্ধার অভিযান ১৫ জানুয়ারী রাতে ময়মনসিংহ কোতোয়ালীর ব্রীজ মোড় হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম @ রবি (৩৪), সাং-৫/১ আলিয়া মাদ্রাসা বাইলেন পালপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
৩ মাদক ব্যাবসায়ী এবং ৬ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধারের বিষয়ে কোতোয়ালী থানায় পৃথক পৃথক ২ টি মামলা দায়ের করা হয়।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।