লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ ব্রহ্মপুত্র ও লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ রয়েল‘স এর বার্ষিক অভিষেক অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ ব্রহ্মপুত্র ও লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ রয়েল‘স এর বার্ষিক অভিষেক অনুষ্ঠিত

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  মানবতার কল্যাণে সেবা প্রদানের ব্রতী নিয়ে ১৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ ব্রহ্মপুত্র ও লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ রয়েল‘স এর ২০২১-২০২২ সনের বার্ষিক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ রয়েল‘স এর সভাপতি জুলকার নাইন এর সভাপতিত্বে ডিস্ট্রিক্ট ৩১৫ এ৩ এর গভর্নর লায়ন এস কে কামরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ ব্রহ্মপুত্র এর সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ৩ এর ভাইস জেলা গভর্নর লায়ন এস এম এ বাশার, লায়ন নবিন চন্দ্র রায়, লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ ব্রহ্মপুত্র এর সাধারন সম্পাদক অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ি, লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ রয়েল‘স এর সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম, গভর্নর টিমের সদস্যবৃন্দ। এ সময় ময়মনসিংহের সকল লায়ন্স ক্লাবের ক্লাব লিডারগণ এবং অভিসিক্ত ক্লাব দুটির লায়নবৃন্দ উপস্থিত ছিলেন।