করোনা: শনাক্ত ১৬০৩৩, মৃত্যু আরও ১৮

করোনা: শনাক্ত ১৬০৩৩, মৃত্যু আরও ১৮

BMTV Desk No Comments

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৬ হাজার ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।

গত ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।

যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৫৬ জনে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন।

মৃত ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামে ৬ জন এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের একজন করে ৪ জন রয়েছেন। মৃতদের ৯ জনের বয়স ৬০ বছরের উর্ধ্বে, ৭ জনের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ২০ বছরের নিচে।

২৪ ঘণ্টায় মৃত পুরুষ ১২ জন এবং নারী ৬ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৬২ জন এবং নারী ১০ হাজার ১৯৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫৫টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৪৮টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৬০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৯ হাজার ৬৯৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৪৯২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২২ লাখ ১২ হাজার ১৭৯টি।