পাবনার দাশুরিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনার দাশুরিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

bmtv new No Comments

পাবনা থেকে এ কে খান ।।  পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়ামোড় থেকে গতকাল ঈশ্বরদী উপজেলার উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েস এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদী থানা পুলিশ, বাংলাদেশ আনসার এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাজা সংরক্ষণ ও গাজা সেবনের সরঞ্জামাদিসহ দাশুড়িয়া এলাকার মোঃ হারুন সরদার এর ছেলে মোঃ আজাদুল সরদার (৪১) কে আটক করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে আদালত আসামীকে উক্ত আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩(তিন) দিনের জেল প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান,আটককৃত
আসামীকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।