ময়মনসিংহে ডিবির হাতে মোটরসাইকেলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহে ডিবির হাতে মোটরসাইকেলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

BMTV Desk No Comments

 

শফিকুল ইসলামঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মটরসাইকেলে গাঁজাবহনকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । তার নাম আরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে নান্দাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।


ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার সকালে ডিবির এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে নান্দাইলের মহাবৈই এলাকা থেকে মটরসাইকেলে মাদক বহনকালে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে গ্রেফতার করে। সে মহাবৈই গ্রামের মতিউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।