You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত এলাকা গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই(নিঃ) শাওন চক্রবর্তী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজার পূর্ব পার্শ্বে মহাসড়কের উপর হইতে ঢাকা মেট্রো ব-১৩-১৫৮৯ ;যাত্রীবাহী বাস হতে মাদক মামলার আসামী সোলাইমান (২২), সাং-কালিকাপুর, থানা-দূর্গাপুর, -নেত্রকোনাকে গ্রেফতার করেন এবং তার নিকট হতে মোট ৬ লিটার ৯৬৫ মিলি লিটার ১৯(উনিশ)বোতল বিদেশী মদ, সর্বমোট মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার)টাকা এবং কালো রংয়ের ০১টি আইটেল পুরাতন মোবাইল সেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর কেওয়াটখালী বাজারস্থ জনৈক শরিফুল ইসলাম এর মালিকানাধীন ভাই বোন ষ্টোরের ভিতর হতে মাদক মামলার আসামী শরিফুল ইসলাম ওরফে মিতুল(২৮), সুমন (৩০), সাং-রঘুনাথপুর সবজি পাড়া, উভয়-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে মোট ০২(দুই)পুড়িয়া হেরোইন, ওজন ০১(এক)গ্রাম, মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার)টাকা, ০১টি মোবাইল ও নগদ ৬,৮৭০/-(ছয় হাজার আটশত সত্তর)টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম ব্রীজ বাসস্ট্যান্ট ০১নং সাক্ষী আলমগীর হোসেনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে দসুত্যার প্রস্তুতি মামলার আসামী ০১টি মোবাইল ও নগদ ১২০/-(একশত বিশ)টাকাসহ আজিম (১৯), সাং-মাসকান্দা, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন ।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর দিঘারকান্দা বাইপাস মোড়স্থ ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে দসুত্যার প্রস্তুতি মামলার আসামী চয়ন মল্লিক (৩৫), সাং-মল্লিকপুর, থানা-মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনাকে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০১টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০১টি চাকু, ০১টি লোহার পাইপ, ০১টি মোবাইল ও নগদ ১১০/-(একশত দশ) টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম সাকিনস্থ ব্রহ্মপুত্র ব্রীজের উত্তর পাশ হতে চুরি মামলার আসামী বকুল (৪০), -কৃষ্টপুর দৌলতমুন্সী রোড, ইমন (১৯), সাং-চর কালীবাড়ী, পীরের বাড়ীর মোড়, আসলাম (৩০), , সাং-শম্ভুগঞ্জ লক্ষীপুর, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০১টি হেকচব্লেড যাহা একটি বাকানো লোহার রডের সাথে দুই প্রান্তে দুইটি পেরেক দ্বারা আটকানো, বিদ্যুৎতের মোটা রাবারে মোড়ানো আন্ডারগ্রাউন্ড ক্যাবল, যাহার দৈর্ঘ্য মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার)টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ) নিরুপম নাগ, এসআই(নিঃ) কুমোদলাল দাস, এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী নাজমুল, -দড়ি কুষ্টিয়া বিদ্যাগঞ্জ, কোতোয়ালী, আকরাম (২৪), সাং-বাদে কল্পা বিশ্বরোড সংলগ্ন, জহিরুল ইসলাম সুমন, , সাং-টান কাতলাসেন, আমির মেম্বারের বাড়ী, ইউপি দাপুনিয়া, থানা- কোতোয়ালী,ময়মনসিংহদের গ্রেফতার করে।
ইহা ছাড়াও মাদক দ্রব্য সংস্থা থানা এলাকা অভিযান চালিয়ে কোতোয়ালীর ৮৩/৩, কৃষ্টপুর দৌলতমুন্সী রোডস্থ আসামী এর নিজ দখলীয় পশ্চিম ভিটি পূর্ব দুয়ারী এক কক্ষ বিশিষ্ট সেমিপাকা টিনের একচালা বসতঘর হতে মাদক মামলার আসামী জাহিদ হাসান অন্তর (২২), সা- কৃষ্টপুর (৮৩/৩, কৃষ্টপুর দৌলতমুন্সী রোড) , শেখ নাঈম উদ্দিন(২৬), , সাং- কৃষ্টপুর (১৬/সি, কৃষ্টপুর দৌলতমুন্সী রোড) , উভয় থানা- কোতোয়ালী, -ময়মনসিংহ দেরকে গ্রেফতার করেন এবং তার নিকট হতে মোট ৭০(সত্তর)পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ০৭(সাত)গ্রাম, মূল্য ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার)টাকা উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।###