বিএমটিভি ডটকম নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর পাড় ভেঙ্গে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি, কৃষি জমি ও ফিসারি তলিয়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কালিকাবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় নদীর পাড় ভেঙ্গে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এতে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচ গ্রামের মানুষ। স্থানীয় শহিদুল ইসলাম জানান, নদীর পাড় ভাঙ্গায় কালিকাবাড়ি, কাশিপুর, ভল্লবপুরসহ দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরী ভিত্তিতে এসব গ্রামে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দরকার।
দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, সাত-আটটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় পনের’শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুরের মাছ, ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন বলে জানান।