ময়মনসিংহে জমে উঠেছে সরস্বতী প্রতিমা বিক্রয় হাট

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃকাল শনিবার সরস্বতী পূজা । ময়মনসিংহের ওল্ড পুলিশ ক্লাব ও স্বদেশী বাজার মোড়ে অস্থায়ী হাটে জমে উঠেছে প্রতিমা বিক্রয় হাট । গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ক্রেতা বিক্রেতারা প্রতিমা বিক্রি ও ক্রয় করছে ।
সরজমিনে গিয়ে দেখা যায় সারি সারি করে প্রতিমা সাজিয়ে বিক্রির করছে প্রতিমা কারিগররা ।
কিশেরগঞ্জ তারাইল থেকে আসা প্রতিমা কারিগর স্বপন পাল জানান গত বছরের তুলনায় এই বছর ভালো দামে ও আশানুরুপ বিক্রি হচ্ছে প্রতিমা । একশত পঞ্চাশটি প্রতিমা নিয়ে এসেছিল  আর মাত্র বিশটি প্রতিমা রয়েছে ।
এই হাটে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর অবয়বে তৈরিকৃত সরস্বতী প্রতিমা । শহরের বাড়ি-বাড়ি, স্কুল-কলেজ ও বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত সরস্বতী পূজায় ব্যবহৃত হবে এসব প্রতিমা ।
প্রতিমা বিক্রি হচ্ছে নানা দামে। আড়াইশ থেকে ৫ হাজার টাকা পযর্ন্ত রয়েছে একেকটি প্রতিমা দাম। যে যার পছন্দ আর সাধ্যানুযায়ী প্রতিমা কিনছেন। শুধু প্রতিমা নয় এ হাটে বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণসমূহ ।
অন্যদিকে সরস্বতী পূজা জাঁকজমক ভাবে করতে মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জ্বার কাজ। প্রতিমা কিনতে আসা শ্রাবন্তী রায় জানালেন, প্রতি বছরের মত এ বছরও বাড়িতে সরস্বতী পূজা করবেন তারা। সেজন্য এখান থেকে প্রতিমা কিনতে এসেছেন।
প্রতিমা বিক্রি হবে আজ রাত ১০টা পযর্ন্ত ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার