বাণিজ্যিকহারে বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন সময়ের দাবি-জেলা প্রশাসক

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেছেন, বাণিজ্যিকহারে বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন সময়ের দাবি। এ লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। এতে আমরা অনেকটাই সফল হতে পেরেছি। পাশাপাশি ওইসব কৃষক যেন ন্যায্য দাম পান সেজন্য আমরা বাজার ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিয়েছি। আশাকরছি এতে বৈষম্য থাকবে না।

শনিবার দুপুরে জেলার গফরগাঁওয়ের মশাখালী গ্রামে কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় জেলা প্রশাসক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের উদ্ভুদ্ধ করা ও কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য প্রনোদনা দিচ্ছেন। সেই প্রনোদনা তারা কতটা কাজে লাগাচ্ছেন এবং কি ধরণের ফলন উৎপাদন করছে তা আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখছি। আমরা খুবই আনন্দিত যে তারা সফলভাবে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মতিউজ্জামানের সভাপতিত্বে সভায় ডিডিএলজি মো: জাহাঙ্গীর আলম, ইউএনও মো: তাজুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। এর আগে, স্থানীয় কৃষক শরীফ উদ্দিনের একক ফলবাগান পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ কৃষি কর্মকর্তারা। এছাড়াও সকালে নান্দাইল উপজেলার চর বেতাগইর ইউনিয়নের চরভেলামারীতে এবং

গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের মুজিবশতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এছাড়াও ব্রক্ষপুত্র নদের পাড় ঘেষে চরভেলামারিতে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি পার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে কাজ কিছুদিনের মাঝে কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। পার্ক গড়লে উঠলে এলাকার ব্যবসা বাণিজ্য বাড়ার পাশাপাশি রাজস্ব আদায়ও বৃদ্ধি হবে। এসময় ইউএনও নান্দাইল আবুল মনসুর, এসিল্যান্ড মাহফুজুল হক।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার