উবায়দুল হক, বিএমটিভি নিউজঃ `নাচ-গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে ম্যানচেস্টার ইউনাটেডের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩৭ তম জন্মদিন। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে দেশের ৬৪ জেলা থেকে ২৪০ জন রোনালদো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়।
দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কেক কেটে জন্মদিনের উৎসব শুরু হয়। এরপর রোনালদো সম্পর্কে কুইজ, নিজ নিজ জেলার ভাষায় সংগীত পরিবেশন করেন ভক্তরা।
আয়োজকরা জানান, প্রিয় ফুটবলারের জন্মদিনে সব ভক্তরা একত্রিত হয়ে নাচে-গানে উদযাপন করাই তাদের উদ্দেশ্য। ভার্চুয়ালের মুখগুলোকে এই বিশেষ দিনে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সবাই।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, রাহাত আহমেদ, নাজমুস সাকিব এবং ফয়জুল্লাহ বাহার। ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, আখলাকুজ্জামান সাকিব, মোস্তাকিম মাহমুদ এবং আনোয়ার হোসেন প্রমুখ।