বিএমটিভি নিউজ ডেস্কঃ মুজিবশত বর্ষ উপলক্ষে প্রধামনমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাকা বাড়ি প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে ৩য় প্রকল্পে ময়মনসিংহ জেলায় ৫২৬ জন পরিবারকে ঘর প্রদান করা হবে।
সেসব নির্মাণাধীন গৃহের কাজ সরেজমিন পরিদর্শন করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ঘরের কাজের মানের সঠিকতা,নকশা, এস্টিমেশন যাচাই পূর্বক দায়িত্বপাপ্ত গৃহনির্মাণ কমিটিকে দ্রত কাজ সমাপ্ত করতে নির্দেশনা দেন। কাজে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে বলে না জানান।
গতকাল জেলার নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামে ও গফরগাঁও উপজেলার মশাখালিতে গৃহ নির্মান কাজ সরেজমিন পরিদর্শন করেন। এসময় উপস্হিত ছিলেন ডিডিএলজি মো: জাহাঙ্গীর আলম, নান্দাইল ইউএনও মনসুর আহমেদ গফরগাঁও ইউএনও তাজুল ইসলাম প্রমুখ।