স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গতরাতে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় ৮ ফেব্রুয়ারী রাত ১০টায় অভযোন চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাইজবাড়ী এলাকা হতে ১ কেজি গাঁজাসহ কোতোয়ালী, আজমতপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া (৪২), সবুজ মিয়া (৩০), ও আলমগীর হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়।
১ কেজি গাঁজা উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।