You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ নগরীর নওমহল নিবাসী ৬০ ও ৭০ এর দশকের আব্দুল আলীমখ্যাত দরাজ কন্ঠের অধিকারী মোঃ আক্তারুজ্জামান টুকটুক (৮০) গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর নওমহল সানফ্লাওয়ার প্রিক্যাডেট স্কুল মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং বাদ আসর সদর উপজেলার উত্তর দাপুনিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আক্তারুজ্জামান টুকটুকের মৃত্যু সংবাদে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যু সংবাদে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বহুরূপী নাট্য সংস্থার সচিব নাট্যব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরিষদ সদস্য সারওয়ার জাহান, বাংলাদেশ নজরুল সেনার সভাপতি লায়ন মিজানুর রহমান খান লিটন, ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ হামিদুর রহমান, ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ এ.কে.এম শাহাব উদ্দিন খান, ওস্তাদ মোফাজ্জল হোসেন বালা, বিশিষ্ট শিল্পী আব্দুস সালাম খান, ওস্তাদ আনোয়ার হোসেন, ওস্তাদ বিজন কুমার তোপদার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফরহাদ আলম, ১০,১১,১২নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রোকশানা শিরীন প্রমুখ।
উল্লেখ্য ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ছাত্র ও ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট এবং নওমহল মিলন সংঘের অন্যতম বডিবিল্ডার ও প্রশিক্ষক ছিলেন। তিনি বিএডিসির এস্টাব্লিশমেন্ট অফিসার হিসেবে ১৯৯৫ সনে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকুরী থেকে অবসর নেন। ব্যাক্তি জীবনে তিনি ছিলেন সৎ, বিনয়ী ও স্বল্পভাষী। পল্লীগীতি সম্রাট আব্দুল আলীমের গান দরাজ কন্ঠে অনুকরণীয়ভাবে গাইবার জন্য আক্তারুজ্জামান টুকটুককে দ্বিতীয় আব্দুল আলীম বলা হতো।