You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও আদালতে চলমান মামলা সমুহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে আদালত কর্তৃক জারীকৃত পরোয়ানা তামিলে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ লক্ষে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে এবং পরোয়ানাভুক্তসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ)তানজিল আল আসাদুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চুরখাই হতে পাড়াইলগামী রাস্তায় জনৈক মোঃ দুলাল মিয়ার গ্যারেজের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী চকনজু গ্রামের ,তরিকুল ইসলাম ওরফে সিজার(৩১)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ২০০(দুইশত)গ্রাম গাঁজা, যার মূল্য অনুমান ৪,০০০/-(চার হাজার) টাকা উদ্ধার করেন।
মাদক দ্রব্য সংস্থার একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর হারটি দক্ষিনপাড়া সাকিনস্থ আসামী মোঃ রবি (৫৮) এর বাড়ীর দক্ষিন পাশে রাস্তার ফুটপাতের উপর এবং অত্র থানার বাদেকল্পা বারান্দা বাড়ী সাকিনস্থ শহিদ বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সড়কের মোঃ মকবুল হোসেন এর বাড়ীর সামনে পূর্ব পার্শ্বে রাস্তার ফুটপাতের উপর হতে মাদক মামলার আসামী বাদে কল্পা বারান্দা বাড়ীর,মোস্তাফিজুর রহমান জুনায়েদ (২৫),হারটি দক্ষিনপাড়ার, মোঃ রবি(৫৮), কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে মোট ০৩ (তিন)গ্রাম হেরোইন, মোট মূল্য ৩০,০০০/-(দশ হাজার) টাকা, রাংতা কাগজ ০১টি, কাগজের পাইপ ০১টি ইহা ছাড়াও এসআই (নিঃ)কুমোদলাল দাস, এসআই(নিঃ)আনিছুর রহমান, এসআই(নিঃ)ফারুক, এএসআই(নিঃ)হযরত আলী, এএসআই(নিঃ) আজিজুল ইসলাম, এএসআই(নিঃ)আবুল কালাম আজাদ, এএসআই(নিঃ)শওকত হোসেন, এএসআই(নিঃ)রুহুল আমীন অত্র থানা এলাকার বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করিয়া জিআর ও গ্রেফতারী পরোয়ানায় ১১জন আসামীদেরকে গ্রেফতার করেন।
জিআর পরোয়ানায় আকুয়া কান্দা পাড়ার শহিদুল ইসলাম, বোররচর সিংরিমারী পাড়ার এরশাদ খা (৩০),ভাটি ঘাগড়ার হামিদুল ইসলাম, ও শরিফুল ইসলাম,
গোপালনগর (সুতিয়ারপাড়) ইব্রাহিম (ইবু), ভাটি ঘাগড়া আতিকুল ইসলাম, বোররচর (জাফর মন্ডেরপাড়া) জুয়েল রানা, পাড়াইল নতুন বাজার মাসুদ মিয়া (৩৯), উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।