ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতা ভাংচুর, ‍লুটপাটের মামলায় আসামী শতাধিকঃ গ্রেফতার ৯ঃ ৭ দিনের রিমান্ডের আবেদন

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবতী সহিংসতা, ৩০টি বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হামলা করে আহত করার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের। মামলা বাদী হয়েছেন উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়া গ্রামের নির্বাচিত মেম্বার আবুল বাশার । যার ঈশ্বরগঞ্জ থানার মামলা নং ৪ তাং ০৯-০২-২০২২ইং। এ ঘটনার ২৪ ঘন্টায় মধ্যে সাড়াশি অভিযান চালিয়ে ৯জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মরিচারচর গ্রামের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রার্থী নজরুল ইসলাম (৬১), মমতাজ উদ্দিন (৬০), ফাখরুল ইসলাম (৫২), নোমান মিয়া(৩০), সাইফুল ইসলাম রিপন (৩৩), জহিরুল ইসলাম(৩০), আনিছুর রহমান গোলাম (৪২), মো. ইউসুফ আলী (৪০), মোশাররফ হোসেন(৪০)।


ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গ্রেফতারকৃতদেরকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, সোমবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ও মঙ্গলবার সকালে পরাজীত মেম্বার প্রার্থী ফাখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকরা হামলা লুটপাট এবং অগ্নি-সংযোগের ঘটনা ঘটায় ।
ডিবির ওসি সফিকুল ইসলাম আরো জানান, ময়মনসিংহ পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামান মামলাটিকে অধিক গুরুত্ব দিয়ে ডিবিকে তদন্তের দায়িত্ব দেন। ডিবি দায়িত্ব পাওয়ার পর গতকাল বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,এই সহিংস ঘটনা একাত্তরকে হার মানিয়েছে। যেভাবে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা কেউ মেনে নিতে পারছে না। মামলা হওয়ার সাথে সাথে ৯জন আসামীকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরছে।

মামলায়  উল্লেখ করা হয় এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা পরিকল্পিত ভাবে আক্রমন করে মোঃ আবুল বাশার এর বসত বাড়ী ভাংচুর, লুটতরাজ, ঘর বাড়ী, খড়ের পালা, মোটর সাইকেল অগ্নিসংযোগ, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটতরাজ করে। নারী, শিশু, পুরুষ, মহিলা সকল শ্রেণীর মানুষদেরকে জিম্মি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। আসামিরা সঙ্গবদ্ধ ভাবে দেশীয় ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, কেরোসিন ও দাহ্য পদার্থ নিয়ে মোঃ আবুল বাশার এর বসতবাড়ী সহ আশপাশ এলাকায় অতর্কিত ও উসকানী বিহীন আক্রমন করে খাদ্যশস্য উৎপাদনের জন্য সেচ কাজে ব্যবহৃত মোটার এবং টিউবওয়েল ভাংচুর ও লুটপাট করে।

###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার