নাটোরে পরিবেশবান্ধব ফিশারিজ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ  পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় টিএমএসএস কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর “পরিবেশবান্ধব ফিশারিজ উদ্যোগ উন্নয়ন” উপ-প্রকল্পটির আয়োজনে নাটোর জেলার টিএমএসএস এর ছয়টি শাখার কর্মকর্তাদের নিয়ে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে অত্যন্ত সহজভাবে প্রকল্পটির লক্ষ্য,উদেশ্য,অনুসরণীয়,করণীয় এবং পরিবেশ রক্ষার্থে পরিবেশগত অনুশীলন সমূহ এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে মৎস্য চাষ বাস্তবায়নের সুবিধাসমূহ বিশদ আলোচনা করেন প্রকল্পটির পরিবেশ কর্মকর্তা নাহিদ মোরশেদ ও সহকারী টেকনিক্যাল অফিসার কাকন চক্রবর্তী।
টিএমএসএস নাটোর জোনের জোন প্রধান আরিফুল বাশারের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষনে বক্তব্য প্রদান করেন টিএমএসএস CMSME -এর প্রধান মোঃ মনিরুল ইসলাম, অপারেশন-১১ এর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া, টিএমএসএস এন্টারপ্রাইজ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। উক্ত অনুষ্ঠানে বক্তারা সকলেই পরিবেশের সুরক্ষায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ মৎস্য আহরণ সুনিশ্চিতকরণের জন্য পরিবেশের যে দিকগুলো সকলেরই খেয়াল রাখা উচিত সে ব্যাপারে গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্টানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার টিএমএসএস তিনটি অঞ্চলের অঞ্চল প্রধান, ছয়টি শাখার শাখা প্রধান ও অন্যান্য মাঠকর্মীরা।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার