ময়মনসিংহে ট্রাকচাপায় দিনমজুরের মৃত্যু

ময়মনসিংহে ট্রাকচাপায় দিনমজুরের মৃত্যু

BMTV Desk No Comments

 

শফিকুল ইসলামঃ

ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় মোঃ সেলিম (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে শুভখাই গ্রামে মোঃ সেলিমের বাড়ি। রোববার দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। এমন সময় শ্যামগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় গৌরীপুর ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পূর্বধলা সীমানায় হওয়ায় জব্দ করা ট্রাক পূর্বধলা পুলিশ নিয়ে গেছে। সেখানকার পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।