শফিকুল ইষলামঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হালুয়াঘাটের আলোচিত গাঁজা ব্যবসায়ী সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে আটশত গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে হালুয়াঘাটের কিসমত নড়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। যেখানে মাদক সেখানেই ডিবির অভিযান। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী যত বড়ই হোক তার সাথে কোন আপোষ নেই। এ নীতি ডিবির চলমান অভিযানে এসআই আনোয়ার হোসেন নেতৃত্বে হালুয়াঘাট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় কিসমত নড়াইল এলাকা থেকে আটশত গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে।