মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

BMTV Desk No Comments

 

বিএমটিভি ডটকম নিউজ টিভি

ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের নিশিন্দা নামকস্থানে শুক্রবার(২৫সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এক মোটর সাইকেল দুর্ঘটনায় এক জন নিহত ও অপরদিকে নিহতের সোহদর ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া(৩৫) তিনি উপজেলার জামিরদিয়া এলাকার হাজী তমিজ উদ্দিনের ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, সবুজ মিয়া তাঁর সোহদর ছোট ভাই এনামুল হক(২২)কে নিয়ে ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকা থেকে তার ভাগনের বিয়ের পাত্রি দেখে ভালুকার জামিরদিয়া এলাকায় ফেরার পথে মহা সড়কের নিশিন্দা নামক পৌঁছতেই বৃষ্টি ভেজা রাস্তায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল পেছনে থাকা বড় ভাই সবুজ নিহত হন এবং তার ছোট ভাই এনমুল হক গুরুতর আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহমেডিক্যাল কলেজ (মমেক) প্রেরণ করে এবং নিহতের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।