অপহরনের প্রায় ৩মাস পর ভিকটিম আফসানাকে ময়মনসিংহ শহর থেকে উদ্ধার

অপহরনের প্রায় ৩মাস পর ভিকটিম আফসানাকে ময়মনসিংহ শহর থেকে উদ্ধার

BMTV Desk No Comments

 

মতিউল আলম, ময়মনসিংহ জেলা পিবিআই, গৌরীপুর থেকে অপহরনের প্রায় ৩মাস পর ভিকটিম মোছাঃ আফসানা (১২)কে শনিবার রাতে ময়মনসিংহ শহরের ধোপাখোলা মোড় হতে উদ্ধার করা হয়। আজ রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে ভিকটিমের জবানবন্দি লিপিবদ্ধ করানোর জন্য তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।
ময়মনসিংহ জেলা পিবিআই-এর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গৌরীপুর উপজেলার খালিজুরী গ্রামের মোঃ আমিরুল ইসলামের মেয়ে ও  ৭ম শ্রেণীর ছাত্রী মোছাঃ আফসানা (১২)কে বিবাদী মোমেন (২৬) প্রায়ই কুপ্রস্তাব দিত। এতে রাজী না হওয়ায় ঘটনার দিন ২ জুলাই’২০ সকালে ভিকটিম আফসানা বাড়ী হতে বের হয়ে পাশের বাড়ীতে যাবার সময় পূর্ব হতেই বাড়ীর পাশে মোটরসাইকেল নিয়ে ওৎপেতে থাকা বিবাদী মোমেন ও তার এক বন্ধু জোরপূর্বক ভিকটিমকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। বাদী আমিরুল ইসলাম ঘটনার দিনই বিকালে লোকজন নিয়ে বিবাদীদের বাড়ীতে যান। বিবাদীরা বাদীর মেয়েকে ফেরত দেবার কথা বলেও ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে। পরবর্তীতে মেযের পিতা বাদী আমিরুল ইসলাম বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার গৌরীপুর থানার সিআর নারী ও শিশু মামলা নং-৫১/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০/৯(১)।  বিজ্ঞ আদালত গত ৪ সেপ্টেম্বর’২০ মামলার তদন্তভার প্রদান করেন ময়মনসিংহ জেলা পিবিআইকে। বিবাদীগণ বাদীর আত্মীয়। মামলার বিবাদী মোমেন (২৬), পিতা-লুৎফুর রহমান, সাং-জাউসী নয়াপাড়া, থানা ও জেলা-নেত্রকোণা। বাদী আমিরুল বিষয়টি বিবাদী মোমেন এর পিতা-মাতা ও ভাইকে জানান। কিন্তু তারা বিষয়টি গ্রাহ্য করেনি। ###