ময়মনসিংহে ইমাম হত্যার রহস্য উদঘাটন, ২ ঘাতক গ্রেফতার

ময়মনসিংহে ইমাম হত্যার রহস্য উদঘাটন, ২ ঘাতক গ্রেফতার

September 30, 2020 194 Views

 

শফিকুল ইসলামঃ গফরগাঁওয়ে পাগলা থানার ইমাম হাফেজ মাও আজিম উদ্দিন হত্যার মামলার রহস্য উদঘটিন ও হত্যার সাথে জড়িত ২ ঘাটককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । গত রাতে পাগলার থানার অললী গ্রামের সিরাজ শেখ (২৫) ও সাধুয়া গ্রামের সুজন মিয়া (২৫) কে গ্রেফতার করে আজ আদালতে হাজির করলে তারা জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করে।
ডিবির ওসি শাহ কামার আকন্দ জানান, গত ১৯ সেপ্টেম্বর এশার নামাজ পড়ে বাড়ী ফেরার পথে কতিপয় অজ্ঞাত দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ইমাম হাফেজ মাওলা আজিম উদ্দিনকে হত্যা করে। ঘটনার পর পাগলার থানার বেলদিয়া গ্রামের নিহতের স্ত্রী মোছাঃ বিলকিছ খাতুন বাদী হয়ে পাগলা থানার মামলা নং-৯ তারিখ-২০ সেপ্টেম্বর/২০ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করে। মামলাটি রুজু হওয়ার পর ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফজলে রাব্বির নেতৃত্বে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী হতে গত রাতে ২ জন ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘাতকদ্বয়কে আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে, আসামী সিরাজ আলোচিত ইমাম হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।##

সাম্প্রতিক