ভিটামিন-এ প্লাস কর্মসূচী বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা থাকতে হবেঃ সিভিল সার্জন

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ সিভিল সার্জন ডাঃ মোঃ এবিএম মশিউল অালম বলেন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা থাকতে হবে। মোট ৮লাখ ৪৫ হাজার ২৩৩ জন শিশুকে দুই সপ্তাহ ব্যাপী ভিটামিন-এ প্লাস  ক্যাপসুল খাওয়ানো হবে। বিশাল এ কর্মযক্ষে অাপনারা সামিল হলে টিকাদান কর্মসূচী সফল বাস্তবায়ন ছাড়াও ভুলভ্রান্তি হলে তা শুধরে নেয়া সহজ হবে । আজ দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মশিউল অালম একথা বলেন। ওরিয়েন্টেশন কর্মশালায় অারো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত চন্দ্র পাড়,প্রেসক্লাব সেক্রেটারী অমিত রায়,সাবেক সেক্রেটারী বাবুল হোসেন,এ এইচ এম মোতালেব। পরিচালনা করেন জেলা ইপিঅাই প্রোগ্রামের সুপার এমদাদুল হক।
এবারের জাতীয় ভিটামিন-এ প্লাস কর্মসুচীর অাওতায় সিটি করপোরেশনে ১ টি,পৌরসভায় ২ টি , ১৩টি উপজেলা,১৪৬টি ইউনিয়ন ও ৪৫১টি ওয়ার্ডে মোট ৩৬৯৪ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৪৮২৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৬০৪০৪ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর  কর্মসূচীর অাওতায় অানা হবে।
ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচীতে ৭৩৮৮ জন সেচ্ছাসেবক, ৪৫১ জন  প্রথম সারির ও১৪৯ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন ।
সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় অায়োজন করে সিভিল সার্জন কার্যালয়। বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান,স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। অাগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী ভিটামিন-এ প্লাস কর্মসূচী চলবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার