বিএমটিভি.নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে বালু নেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় আঃ কাদির মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন ।নিহত ব্যক্তি গাজীপুর গ্রামের হাজী আয়ূূব আলীর পুত্র। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল উপজেলার গাজীপুর গ্রামে নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান। আঃ কাদির মন্ডল (৬৫)কে রামদা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বদেশী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদসহ তিন জনকে আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ।
এ বিষয়ে হালুয়াঘাট থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। আমরা তদন্ত করে দেখছি ঘটনার সাথে কারা জড়িত। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।