You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সারা দেশের ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আজ ৪ অক্টোবর রবিবার থেকে ১৭ অক্টোবর দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। নগরীর ৩৩ টি ওয়ার্ডে ৩০১ টি স্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে ৮ লাখ ১৩ হাজার ১০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার সকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন নগর ভবনে শিশুকে ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে জার্নালিস্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার। এসময় কর্মসূচী সফল বাস্তবায়নের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন ।
অপরদিকে সকালে সিভিল সার্জন কার্যালয়ে শিশুদের ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ এ বি এম মশিউল আলম। এসময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়, ইপিআই সুপারেটেন্ডেন্ট এমদাদুল হকসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১৩টি উপজেলার ৩ হাজার ৬শত ৯৪টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৮৪,৮২৯ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭,৬০,৪০৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এতে স্বেচ্ছাসেবক ৭৩৮৮ জন, প্রথম সারির সুপারভাইজার ৪৫১ জন, দ্বিতীয় সারির সুপারভাইজার ১৪৯ জন কাজ করবেন।