ময়মনসিংহে র‌্যাবের হাতে ২০ কেজিসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

image

You must need to login..!

Description

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর দপ্তর কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ফতেপুর এলাকায় পিকআপ ভ্যানে পরিবহণকালে ২০(বিশ) কেজিগাঁজা উদ্ধার। দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মিডিয়া অফিসার সিনিঃ এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল শম্ভুগঞ্জ বাজার এলাকায় টহল ডিউটি চলাকালীন আজ ০৪ অক্টোবর পৌণে ২টায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন কিশোরগঞ্জ হতে ময়মনসিংহে আসার পথে ফতেপুর সাকিনস্থ জনৈক মোঃ রিপন মিয়ার পোল্ট্রি ফার্মের সামনে পাকারাস্তার উপর অভিযান চাালিয়ে আসামী মোঃ জসিমউদ্দিন (২৬), সাং- অউরাইল, থানা- সরাইল, জেলা- বি-বাড়িয়া (বর্তমান ঠিকানা) সাং-চন্ডীপুর, থানা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, মোঃ সালাউদ্দিন (১৬), সাং-কলিমপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে আটক করা হয় এবং আসামীদ্বয়ের পিকআপের ভেতর হতে কথিত গাঁজা ২০(বিশ) কেজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০হাজার টাকা। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার