ময়মনসিংহে ডিবির হাতে ৮ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির হাতে ৮ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ শত পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রপর দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে । ময়মনসিংহ বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার সন্ধ্যায় বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ মোড়ে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রপর দুই সদস্যকে গ্রপফতার করপ। তাদের কাছ থেকে ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকমতরা হলো, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মির্জাবাড়ী গ্রামের কালু মিয়ার ছেলে নুরুল আমিন ও বাশখালী থানার সাধনপুর গ্রামের আলী আহমদের মেয়ে কুলচুমা আক্তার। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি শাহ কামাল আকন্দ জানান।